ভারতে এবার পিটুনি খেয়ে হাসপাতালে গরু রক্ষা বাহিনী!

ভারতে যাদের কাজ গরু রক্ষা করা বা পাচার রোধ করা। এরাই নানা সময়ে গরু পাচারকারী বা বিক্রেতাদের উপর চড়াও হয়েছেন।

ঠিক তারাই এবার পাল্টা মারের মুখে পড়লেন। ট্রাকে গরু নিয়ে যাওয়া হচ্ছে কিনা যাচাই করতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলেন গরু রক্ষা বাহিনীর সাত সদস্য। শনিবার সন্ধ্যায় পুণে থেকে ১০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের শ্রীগোন্ডাতে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।

আহমেদনগরের শ্রীগোন্ডায় কয়েকজন গরু রক্ষা বাহিনীর সদস্য একটি মিনি ট্রাক আটক করে। সেই ট্রাকে ১২টি গরু ছিল। পুলিশে খবর দেয়া হলে ট্রাকচালক এবং তার সহকারীকে আটক করে পুলিশ। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এরপর থানায় গিয়ে উপস্থিত হন ওই বাহিনীর কয়েকজন সদস্য। শুধু আটক না করে পুলিশের কাছে ট্রাকচালকদের গ্রেফতারের দাবি জানাতে থাকেন তারা। এতেই পরিস্থিতি বিগড়ে যায়।

থানার বাইরে তারা যখন উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য অপেক্ষা করছিলেন, সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বাইরে থেকে কয়েকজন এসে তাদের লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। লাঠিপেটাও করে বলে জানা গেছে।