‘মওকা, মওকা’-এর জবাবে পাকিস্তানের ‘নো ইসু লে লো টিস্যু’

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ১৮০ রানে হারিয়ে সরফরাজ আহমেদের দল গ্রুপ পর্বে ১২৪ রানে হারার বদলাও নিয়েছে। একই সঙ্গে ‘মওকা-মওকা’-এর জবাবও দিয়েছে পাকিস্তান। ২০১৫ বিশ্বকাপের আগে পাক-ভারত দ্বৈরথকে নিয়ে তৈরি করা হয়েছিল জনপ্রিয় মওকা-মওকা ভিডিওটি।

১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত বিশ্বকাপে যতবার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান, ততবারই ভারতের কাছে হারতে হয়েছে পাক বাহিনীকে। পাকিস্তানের এই রেকর্ডকে ব্যঙ্গ করেই তৈরি হয় ভিডিওটি। ২০১৫ বিশ্বকাপেও হারতে হয়েছিল পাকিস্তানকে।

এ বার তারই জবাব দিয়ে পাকিস্তানের পক্ষেও ভারতকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করা হল। পাকিস্তান সমর্থকদের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওটির ট্যাগ লাইন ‘নো ইস্যু লে লো টিসু।’ ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের কাছে হেরে হতাশ ভারতীয় সমর্থকদের হাতে টিস্যু তুলে দিচ্ছেন এক দল উচ্ছ্বসিক পাক সমর্থক। তাদেরকে সঙ্গে নিয়েই চলছে সেলফি তোলার উৎসব।