মঙ্গলবার সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ : বিএমএ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৩ মে) সারাদেশে দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া রোববার ২১ থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সরকারি-বেসরকারি সব হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা কালোব্যাজ ধারণ করবেন। হাসপাতালের বাইরে বিকেলেও কালোব্যাজ ধারণ করে সেবা দেবেন চিকিৎসকরা।

বিএমএ সব শাখার তত্ত্বাবধানে প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জরুরি সভা আহ্বান করা হয়।