মনে পড়ে পাকিস্তানি ক্রিকেটারদের ‘গণ বুকডন’?

‘ক্রিকেটের মক্কা’ খ্যাত লর্ডসে টেস্ট জয় নিয়ে পাকিস্তানের আক্ষেপ পুরনো। সর্বশেষ জয়ের ইতিহাস রচিত হয়েছিল ১৯৯৬ সালে। এরপর ২০১৬ সালের আজকের দিনে ইংল্যান্ডকে হারিয়ে এক অভূতপূর্ব উদযাপন করেছিল পাকিস্তান ক্রিকেট দল! সেঞ্চুরির উদযাপনে ১০টি বুকডন দিয়েছিলেন দলপতি মিসবাহ-উল হক। জাতীয় পতাকার স্মরণে দিয়েছিলেন স্যালুটও। ২০ বছর পর লর্ডসে জয়ের আনন্দে মিসবাহর অভিনব সেই উদযাপনের অনুকরণ করে পুরো দল।

আজ ১৭ জুলাই সোমবার আইসিসি ভেরিফাইড ফেসবুক ও টুইটার অ্যাকউন্টের সেই উদযাপনের ছবি পোস্ট করেছে। ওই ম্যাচটি ছিল সিরিজের প্রথম ম্যাচ। ইংলিশদের সামনে ২৮৩ রানের টার্গেট ছুড়ে দিয়ে পাকিস্তান জয় পেয়েছিল ৭৫ রানে। ইংলিশদের শেষ উইকেটটি পতনের সাথে সাথে সেকি উল্লাস মিসবাহদের! ক্রিকেট মাঠ এমন উদযাপন এর আগে কখনো দেখেনি। সেদিন বেন স্টোকস থাকলে নিশ্চিত রেগেমেগে ঝগড়া শুরু করে দিতেন!

তবে ঝগড়া-রাগারাগি কিছুই হয়নি সেদিন। ইংলিশরাও করতালির মাধ্যমে মিসবাহদের উদযাপনকে আরও উৎসাহিত করেছিল। অ্যালিস্টার কুক বলেছিলেন, তারা মোটেও রাগ করেননি অমন উদযাপন দেখে। ওই ম্যাচেই নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তন ঘটেছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। দুই ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। আর ম্যাচ শেষে মিসবাহ বলেছেন, ‘আমি করেছিলাম, এরপর পুরো দলই ওটা করতে চাইল। ‘