মশা নিধনে এবার ড্রোন নামাবে কলকাতা

ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার লার্ভা খুঁজতে এবার ড্রোন ব্যবহার করতে চলেছে কলকাতা পৌরসভা। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানিয়েছেন, ‘ড্রোন ব্যবহারের ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি৷ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তাঁর অনুমতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মশা মারতে এতদিন কামান দাগত কলকাতা পৌরসভা। কিন্তু শহরের বহুতল ও পুরনো বাড়ির আনাচে-কানাচে জমা পানিতে মশার লার্ভা খুঁজতে যথেষ্ট বেগ পেতে হতো পৌরসভা কর্মীদের।

অনেক বহুতলে বা সরকারি অফিসে অনেক সময়ে তাঁদের ঢুকতে দেওয়া হয় না বলে অনেকবারই স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছে৷ সেই সমস্যা দূর করবে ড্রোন। শহরের বিপজ্জনক বাড়ির ছাদের চিত্রও ড্রোনের সাহায্যে দেখতে সুবিধা হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, কলকাতায় ৭৬ মিটার উচ্চতাতে এডিস ইজিপ্টাই মশার লার্ভা পাওয়া গেছে৷ এরপরই পৌরসভা সিদ্ধান্ত নেয় ড্রোন ব্যবহারের। অতীন ঘোষ জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তাকে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানিয়েছেন, বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে কী মানের বা কটা ড্রোন কেনা হবে৷’ সূত্র: কলকাতা