মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে ম্যাককেইনের

আমেরিকার প্রভাবশালী রাজনীতিবিদ সিনেটর জন ম্যাককেইনের (৮০) মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে। গতকাল বুধবার তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রিপাবলিকান দলের রাজনীতিবিদ ম্যাককেইনের কী চিকিৎসা দেয়া যেতে পারে সে বিষয়ে পর্যালোচনা চলছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, কেমোথেরাপি ও রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা শুরু হতে পারে ম্যাককেইনের।

গত সপ্তাহে ম্যাককেইনের বাম চোখের ওপরে একটি সার্জারি করা হয়। তখনই তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

তিন দশকেরও বেশি সময় ধরে আরিজোনা অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাককেইন। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামার বিপক্ষে লড়েছিলেন তিনি। সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস