মহাসড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে পোশাক শ্রমিকসহ ১৭ জন নিহত হওয়ার পর এ হুঁশিয়ারি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘জরুরি জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’তে বলা হয়েছে, ঈদের আগের তিন দিন দেশের মহাসড়কগুলোতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও অন্যান্য ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু মহাসড়কগুলোর কোনো কোনো এলাকায় আজও এ ধরনের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এতে আরো বলা হয়, ‘ভারী যানবাহনের মালিক এবং চালকদের প্রতি সরকারি আদেশ যথাযথভাবে পালনের অনুরোধ জানাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। অন্যথায় নিষেধাজ্ঞা অমান্যকারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ‘

তবে জ্বালানি, খাদ্যদ্রব্য, ওষুধ, পঁচনশীল দ্রব্য এবং গার্মেন্ট সামগ্রী বহনকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।