মাগুরায় শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসব

মাগুরা প্রতিনিধি॥ সকল শিশুর লুকায়িত দ্বার উন্মোচন করতে ও সুকুমার বৃত্তির চর্চাকে এগিয়ে নিতে মাগুরায় আজ রবিবার শহরের আছাদুজ্জামান মিলনায়তনে শিশু নাট্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা জেলা শাখার এ উৎসবের আয়োজন করে । মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ উদ্বোধন করেন । এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রস্তম আলী , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন , মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস ও মাগুরা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান উপস্থিত ছিলেন ।

উৎসবে মাগুরা সদর উপজেলা সাংস্কৃতিক দল , মাগুরা সরকারি বালক বিদ্যালয় ও মাগুরা আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা গান ,নাচ, আবৃত্তি ,কৌতুক পরিবেশন করে ।

শেষে মাগুরা উদীচী শিশু নাট্য দল বিশ্বজিৎ চক্রবতীর রচনা ও আল-আমিনের নির্দেশনায় নাটক ‘অসুস্থ প্রতিযোগিতা ” পরিবেশন করে ।