মাগুরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ফাড়ির পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে প্রতারনা মামলার সাজা প্রাপ্ত আসামী তারিকুজ্জামান শাহীনকে গ্রেফতার করেছে।
ঢাকার একটি আদালতে তার সাজা হয়। এর পর থেকে সে পলাতক ছিল।

মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের মফিজুর রহমানের ছেলে শাহীন দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সে মাগুরা জেলা পরিষদের সদস্য নাসিরুল ইসলামের ভাতিজা। তার বিরুদ্ধে মাগুরাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে এলাকার লোকেরা জানায়। ঢাকার একটি আদালতে চেক জালিয়াতীর ৭৯৬৩/১৫ নং মামলায় তার অনুপস্থিতিতে তিন মাসের জেল হয়।

গত ২০১৬ সালের ৭ এপ্রিল বিশেষ ট্রাইবুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে পলাতক জীবন যাপন করে আসছিল। শত্রুজিৎপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস রিয়াদুল ইসলাম জানান, এলাকায় তার উপস্থিতি জানতে পেরে ফাড়ির এস আই কাঞ্চন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে তাড়া করে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করলে আদালদ জেল হাজতে পাঠায়।