মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে ছয়টি পুকুরের মাছ। এতে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই পুকুরগুলোর মাছচাষিরা।

গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আবদুল মজিদের ছেলে কাজল ও সুজন দীর্ঘদিন ধরে নিজস্ব ছয়টি পুকুরে নানা প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। চলতি বছর এপ্রিল মাসে ১২ লাখ টাকার মাছ ছাড়া হয়েছিল। সাত বছর আগেও পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে মাছচাষি সুজন জানান, বিষ প্রয়োগের ফলে রেণু পোনাসহ ৪০-৫০ লাখ টাকার পাবদা, গুলশা, শিঙ, রুই, কাতলা, গ্রাসকার্প ও নানা ধরনের মাছ মারা গেছে। প্রায় ১০ একর জমিতে অবস্থিত ছয়টি পুকুরের মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের লোকজন পুকুরে বিষ ঢেলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের আশপাশের জায়গা থেকে বিষের বড় তিনটি বোতল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত মাছচাষি সুজন আজ শুক্রবার একই গ্রামের রুস্তম আলীর নামে মামলা করেছেন।