মানুষের দেহে পশুর পা!

বন-জঙ্গলে ঘুরতে যেতে কার না মন চায়? তবে এমন বেড়ানোর সুযোগ সবার কি আর মেলে? আবার সুযোগ মিললেও ঘুটঘুটে অন্ধকারে রহস্যময় আর শ্বাপদসংকুল বনের মধ্যে ঘোরার চিন্তা তো কোনো রোমাঞ্চকর উপন্যাসের ঘোর বলেই মনে হয়। এমন পরিবেশে ভৌতিক আবহ আনতে কি ঘটতে পারে? ধরুন, এমন হলো যে হঠাৎ করেই দেখলেন একজন-দুজন মানুষ আপনার সামনে উপস্থিত হলো। মানুষ দেখে একটু ধাতস্থ হলেন। মুখে আন্তরিক হাসিও দিলেন। কিন্তু নিচের দিকে তাকিয়েই আপনার অবস্থা খারাপ। এ কি! মানুষটির পাগুলো একদম বাঘের পায়ের মতো কেন? আবার আরেকজনের পা দুটো জেব্রার পায়ের মতো! এবার কিন্তু এমন ঘটনা আপনার আশপাশেই ঘটতে পারে। এমনটাই শোনা যাচ্ছে।

এক ফ্যাশন ডিজাইনার মানুষের পাগুলোকে একেবারে পশুর পা বানিয়ে দিয়েছেন। মূলত পুরনো এবং একই ধাঁচের মোজা পরতে পরতে যারা ক্লান্ত, তাদের কথা মাথাই রেখেই এ কাজ করেছেন তিনি। মোজায় তিনি প্রাণীর থাবার ছবি এনেছেন। সাধারণ কোনো মোজা নয়। রীতিমতো যত্ন করে বানানো মোজা। সত্যিকার পায়ের মতোই দেখতে। দেখলে সত্যি সত্যিই ভিড়মি খাবেন। পরার পর একেবারে বাঘ, জেব্রা কিংবা অন্য প্রাণীর দুটো পা পেয়ে যাবেন।

এগুলো বিক্রি হচ্ছে ‘হোয়াট অন আর্থ’ নামের একটি ওয়েবসাইটে। প্রতিজোড়া মোজার দাম ১১.৯৫ ডলার করে পড়বে।