মার্কিন নিষেধাজ্ঞা : পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের আশঙ্কা!

শুক্রবারই পাকিস্তানকে কোনও অর্থনেতিক সাহায্য করা হবে না বলে ঘোষণা করেছে আমেরিকা। এর আগেও ইসলামাবাদকে অর্থ সাহায্যের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপের পক্ষে সওয়াল করেছিল মার্কিন কংগ্রেস।

পাশাপাশি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে পানামা পেপার্স ইস্যুতে তদন্তও প্রভাব ফেলছে প্রশাসনের কাজে। এবার পাকিস্তানের অর্থনীতি আশঙ্কা প্রকাশ করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার (IMF)।

সংস্থাটির আশঙ্কা, পাকিস্তানে অর্থনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে। পাকিস্তানে IMF-এর প্রতিনিধি তোখির মিরজোয়েভ জানিয়েছেন, ‘বৃহত্তর অর্থনীতির স্বার্থে সংস্কার প্রয়োজন।’ কিন্তু, গত ৩ বছরে পাকিস্তানের অর্থনীতি সেই সংস্কারের রাস্তায় হাঁটছে না বলেও আক্ষেপ করেছেন তিনি।

প্রসঙ্গত, পানামা পেপার্স ইস্যুতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের জেরার মুখে ইতিমধ্যেই পড়েছেন শরিফের পরিবারের ৮ সদস্য। শরিফ কন্যা মরিয়ম ট্যুইট করে বলেন, ‘৩০ বছরের রাজনৈতিক কেরিয়ারে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বাবা।’