মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য সুখবর

বহু প্রতীক্ষার পর মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য এলো আবারও স্বস্তির খবর।
আবারও বৈধতার সুযোগ পাচ্ছেন তারা।

এ কার্যক্রম আগামি ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার জাওয়াতান ইমিগ্রেশন মালয়েশিয়ার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরী হামজা বইন জাইনউদ্দিন।

কন্সট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি এই চার সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবেন।

কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান মন্ত্রী হামজা জাইনুদ্দিন।

এ সময় মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী দাটুক সেরী সারভানান মারগুনান, স্বরাষ্ট্র ও ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।