মাশরাফিকে ডক্টরেট ডিগ্রি প্রদানের দাবি

দেশের কোটি কোটি মানুষের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের দাবি উঠেছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে। একটি ইভেন্ট খুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট এ দাবি জানিয়েছে মাশরাফি ভক্তরা।

ইভেন্টির বর্ণনায় বলা হয়েছে, ‘দ্যা ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা’ দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম আবর্তনের ছাত্র ছিলেন। তিনি বিভাগ বা বিশ্ববিদ্যালয় থেকে কোন সার্টিফিকেট নিয়ে যেতে পারেননি। জাহাঙ্গীরনগরের গর্ব, প্রজন্মের আইডল, বাংলার গণমানুষের নায়ক মাশরাফি বিন মর্তুজাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানানো উচিত।’

‘একই সাথে মাশরাফি মর্তুজা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট টিমের অধিনায়ক ‘মুশফিকুর রহিমকে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের নিকট আহবান জানাচ্ছি।’

ইভেন্টের বর্ণনায় আরও বলে হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষাথী,

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং দেশ-বিদেশের সকল জাবি সুহৃদদের প্রতি অনুরোধ-সমর্থন দিন, আওয়াজ তুলুন, জনমত চাই।’

ইভেন্টে পোস্ট দিয়ে মতামত জানাচ্ছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। সৌমিত জয়দ্বীপ নামের এক ব্যবহারকারী ইভেন্টে লিখেছেন, ‘এই ইভেন্টটা চলতে থাকুক। আশা করি, ৩৩তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী মাশরাফি মর্তুজার জন্য কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে। আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো এতো বড় বোকামি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে না।’

ফজলু রাব্বি নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দেওয়া উচিত।’ মাহবুবুল হক সিদ্দিকি লিখেছেন, ‘আমি জাবির প্রাক্তন ছাত্র হিসেবে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানাচ্ছি। মাশরাফি বিন মুর্তজা সম্মানসুচক ডিগ্রী প্রদান করা হউক।’

অরণ্য মোমেন নামের এক মাশরাফি ভক্ত ইভেন্টে লিখেছেন, ‘মাশরাফি নামটা ক্রিকেট বিশ্বের ইতিহাসে একজন সফল ক্রিকেটার হিসেবে কতটা তুলে ধরতে পারবে জানিনা। তবে এটা সুনিশ্চিত করে বলা যায় যে, মাশরাফি একসময় একজন আদর্শ নেতার গুণাবলি ও নেতৃত্তের সুউচ্চতম মানকে ধারন করে ফেলতে পারে। তার মাঝে আমি এখনো ইতিবাচকতা ছাড়া নেতিবাচক কোন চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাইনি। একজন নয় মাঝে মাঝে যদি কয়েকজন করে একসাথে দলবেধেও ঢুকে পড়ে সেটাই হয়তো স্বাভাবিক মনে হতে পারে।’

দিলশানা পারুল নামের আরেক মাশরাফি ভক্ত ইভেন্টে লিখেছেন, ‘মাশরাফি বিন মূর্তুজা। আমি এই ছেলেটাকে ভালোবাসি। ছেলেটাকে ভালোবাসি শুধু এই কারণে না যে সে একটা কোমর ভাঙা টিম কে শক্ত মেরুদণ্ড দিয়েছে! ছেলেটাকে ভালোবাসি শুধু এই কারণে না যে প্রতিনিয়ত অপমানিত, হীনমন্নতায় ভোগা একটা জাতিকে মাথা উচু করে চলতে শিখাচ্ছে! মাশরাফি তোমাকে ভালোবাসি। কারণ, তুমি এই দেশের মানুষকে ভালোবাসতে জানো। তুমি জানো সেলিব্রেটি হলেও কেমন করে মানুষকে মানুষ হিসেবে মূল্য দিতে হয়। মাশরাফি তোমাকে ভালোবাসি।’

ইভেন্টিতে এ প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন ১৯ হাজার ফেসবুক ব্যবহারকারী। ইভেন্টির লিংক https://www.facebook.com/events/1113706385387669