মাশরাফি অসাধারণ একজন লিডার : আশরাফুল

গতকাল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কৃতিত্ব দেখিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের উন্নতিটা চোখে পড়ার মতো। তারই নেতৃত্বে প্রথমবারের মতো একদিনের ক্রিকেটে ছয়ে উঠেছে বাংলাদেশ।

সর্বশেষ ম্যাশের নেতৃত্বে প্রথমবারের মতো বিদেশের মাটিতে কিউই বধের পর কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার কণ্ঠে ওঠে আসল মাশরাফিরই গুণগান।

‘অসাধারণ লিডার মাশরাফি। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সেরা কাপ্তান তিনি। ও নিঃসন্দেহে নাম্বার ওয়ান। মাশরাফির তুলনা হয়না। চমৎকার একজন ক্রিকেটারও। মানুষ হিসেবেও দারুণ। ’

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ২০১৬ সালের ১৩ আগস্ট নিষেধাজ্ঞার শেকল থেকে মুক্তি পান টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।