মিসরে পুনরায় দূতাবাস চালু করতে চায় ইসরায়েল

কায়রোতে দূতাবাস পুনরায় চালুর উদ্দেশ্যে ইসরায়েলের নিরাপত্তা প্রতিনিধিদের একটি দল গত রোববার মিসরে পৌঁছেছেন। গত বছরের শেষের দিকে নিরাপত্তা শঙ্কায় সেখানকার দূতাবাসটি বন্ধ করে দিয়েছিল দেশটি।

ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, নিরাপত্তা সংস্থার সদস্যরাও আছেন। তারা দূতাবাস চালুর ব্যাপারে মিসরের নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করবেন।

ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমাদের কর্মকর্তাদের অনুরোধ বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছেন মিসরের কর্মকর্তারা।

দূতাবাসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। তবে গত ১০ মাসে এ ব্যাপারে কোনো রকম আলোচনা হয়নি।

গত বছরের নভেম্বরে কায়রোতে অবস্থিত ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তা শঙ্কায় কায়রো থেকে দূতাবাস স্থানান্তর করে নেয় তেল অাভিভ।

সূত্র : মিডল ইস্ট মনিটর