মুম্বাই বিমানবন্দর থেকে লস্কর জঙ্গি সেলিম খান গ্রেপ্তার

লস্কর জঙ্গি সেলিম খানকে মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের ফতেপুর জেলার বাসিন্দা সেলিম হাওয়ালার মাধ্যমে জঙ্গিদের অর্থ সাহায্য করত বলে অভিযোগ। তার বিরুদ্ধে চরবৃত্তি এবং বেআইনি কাজকর্মের অভিযোগ আনা হয়েছে। মে মাসে ফৈজাবাদ থেকে গ্রেপ্তার করা হয় আইএসআই কর্মী আফতাব আলিকে।

সেনার গতিবিধি নিয়ে সে আইএসআইকে খবর দিত। জবানবন্দিতে আফতাব স্বীকার করে সেলিম তাকে টাকা দিত। তখনই জানা যায় গত এক দশক ধরে দেশবিরোধী কাজকর্মে যুক্ত ছিল সেলিম। পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোতে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।

উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন বাহিনীর আইজি অসীম অরুণ বলেন, ২০০৭ সালে রামপুর সিআরপিএফ ঘাঁটিতে হামলায় ধৃত কসুর ফারুকি এবং মহম্মদ শরিফের মামলা চলছে। তাদের সঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিল সেলিম। সেলিমকে উত্তরপ্রদেশে আনতে মুম্বাইতে একটি দল রয়েছে। সেলিমের বিরুদ্ধে আগে থেকেই দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছিল। সূত্র: ইন্টারনেট