মেসির জোড়া গোলে জুভেন্টাসকে হারাল বার্সা

গত মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে হেরে মর্যাদার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়তে হয়েছে বার্সেলোনাকে। এবার মৌসুমের শুরুতেই সেই দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সা।

গ্রুপ ‘ডি’ এর প্রথম ম্যাচে জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে যেন গত মৌসুমে হারের প্রতিশোধ নিল কাতালান ক্লাবটি।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার এ জয়ে জোড়া গোল পেয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। লা লিগায় এস্পানিয়লের বিপক্ষে আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি। এবার শক্তিশালী জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোলে নিজের ফর্মের কথা আরও একবার জানান দিলেন আর্জেন্টিনা সুপারস্টার।

গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সাকেও ৩-০ ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাস। এরপর দ্বিতীয় লেগে কোনো দল গোল না পাওয়ায় এ ব্যবধানেই ছিটকে পড়তে হয় বার্সাকে।

গত রাতে বার্সার জয়ে প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৪৫ মিনিটে জুভেন্টাসের কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করেন তিনি। বিশ্রাম শেষে ম্যাচের ৫৬ মিনিটে বার্সার ব্যবধান দিগুণ করে ইভান রাকিতিচ।

গতকাল বার্সার অভিষেকে রেকর্ড ট্রান্সফারে যোগ দেওয়া দেম্বেলে গোল না পেলেও মাঠে ব্যস্ত দেখা গেছে তাকে। এদিকে জুভেন্টাসের স্ট্রাইকাররা কয়েকবার বার্সার রক্ষণ দেয়ালে হামলা চালালেও গোলের দেখা পাননি।

ম্যাচের ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। ম্যাচের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দল। তাতেই ঘরের মাঠে এ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা।