‘মেয়েদের নয়, ছেলেদেরই রাতে ঘরের মধ্যে রাখা উচিত’

‘মেয়েদের নয়, ছেলেদেরই রাতে ঘরের মধ্যে রাখা উচিত,’ মন্তব্য বিজেপি সাংসদের । চণ্ডীগড় অনুসরণকাণ্ডে বিকাশ বারালাকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে হরিয়ানার বিজেপি নেতৃত্ব।

ইতিমধ্যেই এই ঘটনার সাফাই দেওয়ার চেষ্টায় বিতর্কে জড়িয়েছেন হরিয়ানার রাজ্য বিজেপির সহ-সভাপতি রামবীর ভাট্টি। তিনি বলেছিলেন, মধ্যরাতে মহিলাদের একা রাস্তায় বেরানো উচিত নয়। এদিন কারও নাম না নিয়েই চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খেরের মন্তব্য, নিরাপত্তা নিয়ে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হওয়া উচিত।

সংসদের বাইরে কিরণ খের বলেন, “ছেলেদেরই ঘরের মধ্যে রাখা উচিত। কেন রাতেই বিপদ থাকে? সকালে থাকে না? ছেলেদের রাতেও বাইরে বেরোতে বারণ করা উচিত।” বর্ণিকা কুণ্ডুর পিছু ধাওয়া করার ঘটনায় অভি‌যুক্ত হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ।

রাজনৈতিক ‌যোগ থাকায় ঢিমেতালে তদন্ত চলছিল বলে অভি‌যোগ উঠেছিল পুলিসের বিরুদ্ধে। এদিন সুভাষ বারালা দাবি করেছেন, কোনওভাবেই তদন্ত প্রভাবিত করার চেষ্টা হয়নি। সুষ্ঠু তদন্তই তাঁরা চেয়েছেন। পুলিসের ভূমিকা নিয়ে ‌যে প্রশ্ন উঠেছে, তাও উড়িয়ে দিয়েছেন তিনি।-জিনিউজ