মোবাইলের পাসওয়ার্ড না দেয়ায় স্বামীকে পুড়িয়ে মারলেন স্ত্রী

২৬ বয়সী দেদি পূর্ণিমা ছাদ মেরামতের কাজ করছিলেন। ঠিক এ সময় তার ফোনের পাসওয়ার্ড চেয়ে বসেন ২৫ বছর বয়সী স্ত্রী ইহাম চাবানি। স্বামী তা দিতে অস্বীকৃতি জানানোয় উভয়ের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। তর্ক অব্যাহত থাকার একপর্যায়ে স্ত্রীকে আঘাত করেন দেদি।

ঘটনার দুদিন পর কেরুয়াক হাসপাতালে চিকিৎসাধীন দেদি পূর্ণিমা মারা যান। আর এ ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেংগারা প্রদেশের লুম্বুক রিজেনসি এলাকায়।

পশ্চিম লুম্বুক পুলিশপ্রধান মাদ ইয়োগি বলেন, ওই ঘটনা নিয়ে পূর্ণিমা তার স্ত্রীকে ছাদের কাজ শেষ করে নিচে নেমে এসে আঘাত করে। এ নিয়ে ইহাম চাবানি তার স্বামীর গায়ে পেট্রল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।

পুলিশ আরও জানায়, ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আগুন নেভাতে সাহায্য করতে গিয়েছিল।

চাবানি পশ্চিম লুম্বুক পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল