মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ১৪ লাখ টন খাদ্য পাঠানো হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোরা উপদ্রুত উপকূলীয় এলাকার ১৫টি জেলার ৪ লাখ ৬৮ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। তাদের জন্য ১৪ লাখ টন খাদ্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। তিনি জানান, ১৫টি জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ১ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪৭ লাখ ৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বাকি ১ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার টাকা জমা আছে। জমা থাকা অর্থও বিতরণ চলছে।

গোলাম মোস্তফা বলেন, যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য ও পুনর্বাসন দরকার। এই কাজটি সর্বাত্মকভাবে করা হচ্ছে। সরকার এ ব্যাপারে সক্রিয়। সরকারিভাবে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার সবাইকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে। যে কারণে ক্ষয়ক্ষতি বিশেষ করে প্রাণহানির ঘটনা তেমন একটা হয়নি।