মোহাম্মদ শামিকে পেলে যে কারণে হাত ধরে ক্ষমা চাইবেন স্বরূপ!

শ্রীলঙ্কা সফর সেরে দেশে ফিরে গেছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। এখন বেশ কিছুদিন ছুটি তার। এই সফরে যাওয়ার আগে গত ১৫ জুলাই স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন তিনি। ওই তিন যুবকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে শামির তর্কাতর্কি শুরু হয়। এর জেরে শামির বাড়িতে হামলা চালিয়ে নিরপত্তারক্ষীকে মারধর করে তারা। যাদবপুর থানায় অভিযোগ করেন শামি। পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করে। সেই তিন যুবক এখন শামির কাছে ক্ষমা চাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে!

সেই ঘটনায় অভিযুক্ত তিনজনের নাম স্বরূপ সরকার, তার বড় ভাই জয়ন্ত সরকার এবং শিবা প্রামাণিক। শামির সঙ্গে দেখা হলে এখন হাত ধরে ক্ষমা চেয়ে নিতে চান অভিযুক্ত স্বরূপ সরকার। স্বরূপ বলেন, ‘মোহাম্মদ শামির সঙ্গে প্রায়ই পাড়ায় দেখা হয়। উনি শ্রীলঙ্কা সফর থেকে মাত্রই ফিরেছেন।
এর মধ্যে দেখা হলে হাত ধরে ক্ষমা চেয়ে নেব। ‘ স্বরূপ মাসখানেক আগের ওই ঘটনার জন্য এখন অনুতপ্ত। ওই ঘটনার জন্য মানুষ এখনও তাকে নিন্দা জানাচ্ছে। নিজের সেলুনের খদ্দের কমে গেছে। কোনো কর্মী সেলুনে থাকতে চাইছে না। পাড়া প্রতিবেশিরান বাঁকা নজরে তাকাচ্ছে। ঘটনার দিন বিকালে ঘরে ছিল না জয়ন্ত। তবে স্বরূপ জানিয়েছে, ঘটনার দিন সেলুনের কর্মী শিবার কথা শুনে জয়ন্তের সঙ্গে গিয়েছিল সে। কিন্তু শামির নাম শুনেই হুঁশ ফেরে তার।

স্বরূপ বলেন, ‘খালি গায়ে শামির ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজানো উচিত হয়নি। আমি ক্ষমা চাইতেই গিয়েছিলাম। কিন্তু ওভাবে যাওয়া ঠিক হয়নি। ‘

শামির স্ত্রী হাসিন জাহান অবশ্য বিষয়টি নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছেন না। শামিও তাই। কারণ ঘটনাটি এখন পুলিশের তদন্তাধীন। হাসিন বলেছেন, ‘রাতে ওরকম একটা ঘটনা ঘটেছিল। অভিযোগ জানানো প্রয়োজন ছিল। পুলিশ ব্যবস্থা নিয়েছে। যা হওয়ার হয়েছে। এখন আর বিষয়টি নিয়ে ভাবছি না। ‘

তবে একটা আক্ষেপের কথা জানাতে ভুল করেননি হাসিন। তার আক্ষেপ, ‘একমাত্র বিদ্যুৎমন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রশাসনের আর কেউ যোগাযোগ করেননি। ‘