যুক্তরাজ্যের জনপ্রিয় নামের তালিকায় মোহাম্মদ

ব্রিটেনে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষ ১০-এ উঠে এসেছে মোহাম্মদ। খুবই জনপ্রিয় ১০০টি নাম নিয়ে করা তালিকায় মোহাম্মদ নামটি বেশ জনপ্রিয়তা দেখা যায়।

ছেলেদের নামের মধ্যে জনপ্রিয়তার বিচারে মোহাম্মদ অষ্টম স্থান অধিকার করেছে।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস থেকে যে জনপ্রিয় নামের তালিকা দেওয়া হয়েছে তাতে দেখা যায়, ইংল্যান্ড ও ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় মেয়েদের নাম অলিভিয়া। তবে ছেলেদের জনপ্রিয় নামগুলোর মধ্যে শীর্ষ ১০-এ রয়েছে মোহাম্মদ।

জনপ্রিয় ১০০ নামের তালিকায় আরও স্থান পেয়েছে আরবি নাম ওমর, আলি এবং ইব্রাহিম। সংশ্লিষ্টরা বলছেন, আরব ও অনারব নামের বৃদ্ধি এই প্রমাণ করে যে, যুক্তরাজ্যে বহুমুখী মানুষের বসবাস বাড়ছে।

১৯৫০ সালে মোহাম্মদ নামটি জনপ্রিয় ১০০ নামের তালিকায় দেখা যায়। তবে ২০১৪ সালেই প্রথম সবচেয়ে জনপ্রিয় হিসেবে নামটি চিহ্নিত হয়েছে। ভাষা ও বানান ভেদে মোহাম্মদ নামটি ভিন্ন ভিন্ন ১০ ভাবে উচ্চারণ করা হয়। এ কারণে অনেকসময় এর জনপ্রিয়তা বিচার করতে সমস্যা হয়েছে।

মেয়েদের জনপ্রিয়তম ১০ নাম-
১. অলিভিয়া
২. অ্যামেলিয়া
৩. ইমলি
৪. আইসলা
৫. অ্যাভা
৬. ইসাবেলা
৭. লিলি
৮. জেসিকা
৯. ইলা
১০. মিয়া

ছেলেদের জনপ্রিয়তম ১০ নাম-
১. অলিভার
২. হ্যারি
৩. জর্জ
৪. জ্যাক
৫. জ্যাকব
৬. নোয়াহ
৭. চার্লি
৮. মোহাম্মদ
৯. থমাস
১০. অস্কার