যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বোমা হামলায় ঢাকার নিন্দা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বোমা হামলায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে নিজের টুইটার অ্যাকাউন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ ঘটনার নিন্দা জানান।

টুইটা বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘আমরা এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আমাদের প্রার্থনা।’

ব্রিটেনের স্থানীয় সোমবার রাত সাড়ে ১০টার দিকে ম্যানচেস্টারে মার্কিন তারকা পপশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জন নিহত হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক মানুষ।

পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছে, এক মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে কনসার্টের টিকিট বুথের পাশে। এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে পুলিশ।