যুক্তরাজ্যে মেয়েদের স্কার্ট পরে স্কুলছাত্রদের প্রতিবাদ

স্কুলে হাফপ্যান্ট পড়তে অনুমতি না দেয়ায় মেয়েদের স্কার্ট পরে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম শহর ডেভনের এক্সেটারের আইএসসিএ একাডেমি স্কুলের ছাত্ররা। গ্রীষ্মের গরমের কারণে স্কুলের পোষাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছিল তারা। সে দাবি না মানায় স্কুলের ৩০ জন ছাত্র মেয়েদের স্কার্ট পরে স্কুলে আসে।

এ ব্যাপারে প্রতিবাদে অংশগ্রহণকারী একজন ছাত্র জানায়, ‘আমাদের হাফপ্যান্ট পরার অনুমতি নাই। সারাদিন ফুলপ্যান্ট পরা তো সম্ভব না, এটা কিছুটা গরম। ‘ ছাত্রদের মতে, এ প্রতিবাদের ফলে তাদের দাবি বিবেচনায় আনা হবে এবং স্কুল পোষাকে পরিবর্তন আসবে।

এদিকে এ প্রসঙ্গে ডেভন লাইভ সংবাদ মাধ্যমে স্কুলের প্রধান শিক্ষক এমি মিচেল বলেন, ‘হাফপ্যান্ট স্কুল পোষাকের অন্তর্ভুক্ত না। ‘ এসময় তিনি আরো বলেন, ‘আমরা স্বীকার করি যে গত কয়েক দিন অত্যন্ত গরম ছিল। আমরা ছেলেমেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য আরামদায়ক পোষাকের জন্য করতে যথাসাধ্য চেষ্টা করছি। ‘

সূত্র: বিবিসি