যে কারণে রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার নিষিদ্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পঞ্চম আসরে নিষিদ্ধ হলেন রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেন ও ক্রিকেটার জুপিটার ঘোষ। সোমবার শ্যামলীর অ্যাকমি সেন্টারে সংবাদ সম্মেলনে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ কথা বলেছেন।

এই প্রসঙ্গে মল্লিক বলেন, জুপিটার ঘোষের নাম খেলোয়াড় তালিকায় থাকবে না। আর সানোয়ার ভাই কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিপিএলের প্রথম আসরেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আমরা বিপিএলে কোনও বিতর্কিত ব্যক্তিকে রাখবো না।’

তিনি আরও বলেন, ‘একটা ছিল শৃঙ্খলাজনিত ইস্যু, অন্যটি অনৈতিক প্রস্তাব দেওয়ার ব্যাপার। দুটো অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি, জুপিটার ঘোষ শৃঙ্খলা ভেঙেছেন। অন্যদিকে অনৈতিক প্রস্তাবের ক্ষেত্রে সানোয়ার ভাইয়ের বিরুদ্ধে আমরা শক্ত কোনও প্রমাণ পাইনি। তবে তিনি প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ছিলেন। তখন ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আমরা চাই না কোনও বিতর্কিত ব্যক্তি বিপিএলের সঙ্গে যুক্ত থাকুক।’

এর আগে বিপিএলের চতুর্থ আসরে টিম হোটেলে গভীর রাতে একজন নারীকে নিয়ে আসার অভিযোগ উঠেছিল রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করেছিল টিম ম্যানেজমেন্ট। এরপর রংপুরের ম্যানেজার সানোয়ার হোসেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন জুপিটার।