যে গ্রামের সকলের জন্ম তারিখ ১ জানুয়ারি!

দাদা-দাদী থেকে শুরু করে মা–বাবা, নাতি–নাতনী, এমনকী প্রতিবেশী, ভারতের উত্তরপ্রদেশের এই গ্রামে সকলেরই জন্মদিন ১ জানুয়ারি। এমনই তথ্য দিচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশ মেনে করা রেশন কার্ড। ভারতের এলাহাবাদের গুরপুরের কাংসা গ্রাম সেটাকেই সত্যবলে মেনেও নিয়েছে।

জাণা গেছে, কাংসা গ্রামের ১০ হাজার বাসিন্দার সকলেরই রেশন কার্ডে জন্ম তারিখ ১ জানুয়ারি লেখা রয়েছে। স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের এক শিক্ষক ছাত্রদের রেশন কার্ডের নম্বর নথিভুক্ত করতে গিয়েছিলেন গ্রামে। তিনিই প্রথম এই ঘটনাটি লক্ষ্য করেন। গ্রামের ছাত্রদের সকলের তো বটেই তাদের পরিবারের সকলেরই জন্ম তারিখ ১ জানুয়ারি করা হয়েছে।

গ্রামের প্রধান রাম দুলারি জানিয়েছেন, পুরোটাই কর্তৃপক্ষের ভুল। এই নিয়ে অভিযোগও জানানো হয়েছে। সেটি দ্রুত ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় এই বিষয়টি নিয়ে গ্রামের বাসিন্দাদের তেমন কোনও হেলদোল লক্ষ্য করা যায়নি।

অবশ্য আধারে এধরনের ভুল এই প্রথম নয়, এর আগেও একাধিক জায়গা থেকে নাম, পদবী, ঠিকানা নিয়ে ভুলের অভিযোগ উঠেছে। এমনকী একই ব্যক্তির নামে দুটি আধার তৈরিরও অভিযোগ উঠেছে।