যোগব্যায়াম মানুষের জীবনে লবণের মতো : মোদি

হালকা বৃষ্টির ছন্দে তাল মিলিয়ে বিশ্ব যোগ দিবসের সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে এবছর যোগ দিবসে যোগ দিতে লখনৌ পৌঁছে যান মোদি। রামবাই অম্বেডকর সভাস্থলের বিশাল প্রাঙ্গনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে পালিত হচ্ছে এবছরের যোগ দিবস।

সেখানে উপস্থিত হয়েছেন প্রায় ৫১ হাজার সাধারণ মানুষের সঙ্গে যোগব্যায়াম করলেন মোদি। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য, দীনেশ শর্মা, রাজ্যপাল রাম নায়েকও। গত বছর যোগ দিবস পালন করতে চণ্ডীগড়ে গিয়েছিলেন মোদি।

আজ সকাল সাড়ে ছয়টায় লখনৌতে শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই যোগব্যায়াম নিয়ে বক্তব্য রাখেন মোদি। যোগব্যায়াম মানুষের জীবনে লবণের মতো প্রয়োজনীয় বলে মন্তব্য করেন মোদি। শুধু তাই নয়, যোগাভ্যাসকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে ভাবারও পরামর্শও দেন তিনি। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও যোগব্যায়ামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে তার সন্তুষ্টির কথা জানান। যোগব্যায়াম বহির্বিশ্বের সঙ্গে ভারতের অন্যতম প্রধান যোগসূত্র বলেও মন্তব্য করেন তিনি।

যোগ দিবসের নকশা আঁকা সাদা টি-শার্ট পরে যোগাভ্যাস করেন মোদিসহ অন্যান্য মন্ত্রীরাও। তবে পরিচিত গেরুয়া বসনেই উপস্থিত ছিলেন আদিত্যনাথ। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ দিল্লির রাস্তায় যোগ দিবস পালন করেন। যুদ্ধ জাহাজে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন ভারতের নৌসেনারা। সারা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। বিশ্বের ১৯০টি দেশ একটি নির্দিষ্ট দিনকে যোগ দিবস হিসেবে পালন করার পক্ষে সমর্থন দেয়।