রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীতে বন্দুকযুদ্ধে আলমগীর নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এর আগে র‌্যাব জানিয়েছিল ঢাকেশ্বরী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

মেজর মহিউদ্দিন জানান, ছিনতাইকারীর এ দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। ঢাকেশ্বরী এলাকায় র‌্যাব তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ছিনতাইকারীরা ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক থেকে বকশিবাজার এলাকার দিকে দৌড় দেয়।

এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি পিস্তল ও রিভলবার উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।