রাজশাহী কিংসে মোস্তাফিজ

বিপিএলের চলতি আসরে বরিশাল বুলসের হয়ে আইকন খেলোয়াড় হিসেবেই খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় পঞ্চম আসর থেকে বাদ দেওয়া হয় বরিশাল বুলসকেই। ফলে যে কোনো দলে খেলার জন্য উন্মুক্ত ছিল মোস্তাফিজ। আজ (শনিবার) বিপিএলের ড্রাফটে এ+ ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার মোস্তাফিজকে দলে টেনেছে রাজশাহী কিংস।

স্থানীয় ১৩৬ আর বিদেশি ২০৮ ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। ড্রাফটের শুরুতেই মোস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরএর প্রথম রাউন্ডে বাকি ছয়টি দলও একজন করে দেশি খেলোয়াড়কে স্কোয়াডে ভেড়ায়।

এখন পর্যন্ত ড্রাফটে কে কোন দলে:

ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী
চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আলাউদ্দিন বাবু
খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জাহিদ রাহি, আফিফ হোসেন ধ্রুব
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী
রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান
রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান
সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি