রাস্তায় পশু কোরবানি করা যাবে না : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না। তবে বাড়ির আঙিনায় ব্যবস্থা থাকলে সেখানে করা যাবে।

আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ঈদুল আজহার কোরবানির পশু জবাই করা এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সরকার সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগ নিয়েছে।