রোহিঙ্গাদের সহায়তায় একদিনের বেতন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করার জন্য একদিনের বেতনের টাকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন হাসপাতাল, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা তাদের একদিনের বেতনের টাকা রোহিঙ্গাদের দেবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে এই ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোহিঙ্গা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সকল কর্মকর্তা-কর্মচারিরা একদিনের বেতনের টাকা রোহিঙ্গাদের দেবেন।’

তিনি রোহিঙ্গাদের চিকিৎসা সেবা নিশ্চিতে মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে চিকিৎসা সেবা বঞ্চিত ছিল। তারা জানে না চিকিৎসা সেবা কী। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।