‘রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে জঙ্গিবাদ বাড়বে’

রোহিঙ্গা সমস্যা ধর্মীয় নয় এটি একটি জাতিগত সমস্যা উল্লেখ করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘এ সমস্যা সমাধান না হলে জঙ্গিবাদ উত্থানের সহায়ক পরিবেশ তৈরি হবে।’

রোববার জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন শাহরিয়ার কবির।

রোহিঙ্গা ইস্যুতে শুধু মিয়ানমার ও বাংলাদেশই হুমকির মুখে পড়বে না বরং গোটা বিশ্বেই এর প্রভাব পড়বে উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, ‘রোহিঙ্গা সমস্যাকে পুঁজি করে অনেক জঙ্গি গোষ্ঠীই অর্থায়ন করছে।’

শাহরিয়ার কবির বলেন, ‘জঙ্গি মৌলবাদ যদি এখানে বাড়ে তবে তা বাংলাদেশ- বার্মার সীমার মধ্যে থাকবে না। সারা পৃথিবীতে ছড়াবে। ইউরোপে গত মাসে এটা নিয়ে আমরা সেমিনার-কনফারেন্স করলাম সেখানে আমেরিকান ও ইউরোপীয়ানদের আমরা বলেছি তোমরা যদি এখনই গণহত্যা বন্ধ করতে এদের বাধ্য না কর, যেভাবে জঙ্গি তৈরি হবে, আরো নাইন ইলেভেন ঘটবে। সেটাকে তোমাদের মোকাবিলা করতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘রোহিঙ্গা ঈস্যু অনেক পুরাতন হলেও এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সচেতন ছিল না।’ মিয়ানমারের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আরো বেশি জানতে হবে বলেও মনে করেন তিনি।

মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘মিয়ানমার সম্পর্কে আমরা এতটা সচেতন ছিলাম না। সেখানে যে নতুন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, সামরিক শাসন থেকে গণতন্ত্রের দিকে এগোচ্ছে, সেখানে আমাদের অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে হবে। এ জায়গাটাতে আমাদের নিশ্চয়ই ঘাটতি ছিল। আমরা ভারত নিয়ে যতটা ছিলাম ততটা আমরা এখানে ছিলাম না।’