লক্ষ্মীপুরে নামাজের সময় দোকান বন্ধ রাখার নির্দেশ মেয়রের

লক্ষ্মীপুরে প্রতি ওয়াক্ত নামাজের সময় শহরের সব দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছেন পৌরসভার মেয়র আবু তাহের। সোমবার সকাল থেকে শহরে মাইকিং করে পৌর মেয়রের এই নির্দেশ প্রচার করা হয়।

মুসলিম ব্যবসায়ীদের পাশাপাশি হিন্দু ধর্মালম্বীদের দোকানগুলোও বন্ধ রাখার নির্দেশ দেন মেয়র।

এদিকে, নামোজের জন্য দোকান বন্ধ রাখার এই নির্দেশে ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক জানান, হিন্দু ব্যবসায়ীরা পৌর মেয়রের সঙ্গে দেখা করার পর তাদের জন্য এই নির্দেশনা শিথিল করা হয়েছে। তাদের দোকান বন্ধ রাখতে হবে না। তবে নামাজ চলাকালীন সময়ে বেচাকেনা করা যাবে না।

এ বিষয়ে পৌর মেয়র আবু তাহের পরিবর্তন ডটকমকে বলেন, ‘মানুষকে ধর্মীয় ভাবধারায় উজ্জীবিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’