লাইসেন্স বাতিল হলো সিটিসেলের

কোনোভাবেই রক্ষা করা গেল না দেশের প্রথম মোবাইল ফোন অপরেটর সিটিসেলকে। বকেয়া টাকা পরিশোধ না করায় শেষ পর্যন্ত বাতিল করা হচ্ছে সিটিসেলের তরঙ্গ লাইসেন্স।

সোমবার (২৪ জুলাই) টেলিযোগ যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কমিশন সভায় মোবাইলফোন অপারেটরটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সরকারের অনুমোদনের পরে আজকের কমিশন বৈঠকে সিটিসেলের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে মোবাইলফোন অপারেটরটির লাইসেন্স বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদনের ফাইল বিটিআরসিতে যায় বলে জানা গেছে। দু-এক দিনের মধ্যেই তা জনসাধারণ ও সিটিসেল কর্তৃপক্ষকে আনুষ্টানিকভাবে জানানো হবে বলে সূত্র জানিয়েছে।