শাকিব-আজিজ অবাঞ্ছিত, তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

নায়ক শাকিব খান ও জাজের কর্ণধার আবদুল আজিজকে চলচ্চিত্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। একই সঙ্গে তারা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ দাবি করেছেন। ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত এ পরিবারের পক্ষে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গুলজার।

তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রের যেকোনো কর্মকাণ্ডে এখন থেকে শাকিব খান ও আবদুল আজিজকে ডাকব না, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হল সবার সম্মতিক্রমে। তারা দুজনেই দেশের স্বার্থের বাইরে গিয়ে কাজ করছেন।’

প্রিভিউ কমিটি থেকে পদত্যাগ করা প্রসঙ্গে গুলজার বলেন, ‘ইনু সাহেব বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ না করে ক্ষতির জন্য কাজ করছেন। তাই তার পদত্যাগ দাবি করেছি আমরা। একই সঙ্গে তার অধীনে কোনো কমিটিতে আমি বা চলচ্চিত্র পরিবারের কেউ থাকবে না। তাই পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করব।’