শাস্ত্রী প্রসঙ্গে মুখ খুললেন অশ্বিন!

অনিল কুম্বলের ভারতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগের কাহিনি এখন অতীত। নতুন কোচ রবি শাস্ত্রীর সঙ্গেই নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় ভারতীয় দল।

বুধবার থেকে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু। তার আগে ভারতীয় ক্রিকেটে গজিয়ে ওঠা কোচ-বিতর্ক নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন অফস্পিনার রবিচন্দন অশ্বিন। যিনি বুধবারই ভারতের হয়ে ৫০তম টেস্ট খেলতে নামছেন।

অশ্বিন বলেছেন, ‘কোহলির সঙ্গে প্রাক্তন কোচ কুম্বলের কী মতান্তর হয়েছিল, সেটা আমাদের কাছে অতীত হয়ে গেছে। বোর্ড তা নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানেই না থেমে তিনি আরও বলেছেন, ‘‘রবি ভাই প্রাণোচ্ছ্বল প্রকৃতির মানুষ। ওনাকে আবার ড্রেসিংরুমে পেয়ে ভাল হল। ‘

সোমবারই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে বিরাট কোহলি এবং ভরত অরুণের সঙ্গে ছবি পোস্ট করে ভারতীয় দলের নতুন কোচ রবি শাস্ত্রী টুইট করেছেন, ‘দুর্দান্ত একঝাঁক ক্রিকেটারের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলাম’। বোর্ডের ওয়েবসাইটে শাস্ত্রী আরও বলেছেন, ‘আমার কাজ হবে ক্রিকেটারদের মাঠে নিজেদের প্রকাশ করার সুযোগ করে দেওয়া। এরা প্রত্যেকেই পেশাদার। নিজেদের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। তাই আমাদের আবারও ফিরে যেতে হবে আগ্রাসী ক্রিকেটে। ‘

গুরু শাস্ত্রীর সেই ইতিবাচক মানসিকতার সুরই ধরা পড়েছে অশ্বিনের গলায়। তিনি বলেছেন, ‘‘শেষবার আমরা যখন শ্রীলঙ্কা সফরে এসেছিলাম, রবি ভাই আমাদের সঙ্গে ছিলেন। গলে প্রথম টেস্টে হারের পর উনি যেভাবে আমাদের পাল্টা জবাব দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন, সেটা আমার এখনও মনে রয়েছে। ’’ আরও বলেছেন, ‘‘আমাদের ড্রেসিংরুমে শাস্ত্রী হলেন সেই ব্যক্তিত্ব যিনি সমস্ত সময় ইতিবাচক মানসিকতা নিয়ে দলকে চাঙ্গা করে থাকেন। আমার বিশ্বাস, সেই দর্শন নিয়ে আমরা এবারও অভিযান শুরু করব এবং দারুণ সাফল্য পাব। ’’

সূত্র: এবেলা