শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা ৫ বছরের মধ্যে এবার সর্বোচ্চ

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ শতাংশ যা গত বছর থেকে ৫.৭৯ শতাংশ কম। গত বছরের তুলনায় জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ২০ হাজার ৩০৭।

তবে অসদুপায়সহ নানা কারণে পরীক্ষার হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ৯৭৬ জন। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যে এসব জানা গেছে।

২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩১, ২০১৪ সালে ৭৬২, ২০১৫ সালে ৮১০ এবং ২০১৬ সালে ৭৯২। গত বছরের তুলনায় এ বছর বহিষ্কারের হার বেড়েছে প্রায় ২৩ শতাংশ।

এ বছর মাদরাসা বোর্ডের ২৬৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৫৭ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। কুমিল্লা বোর্ডের ৮১ জনকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী।

এবার ১০টি বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। কারিগরিতে পাস ৮১.৩৩ শতাংশ, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ শতাংশ এবং মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ শতাংশ।