শিগগিরই সুপ্রিম কোর্ট প্রশাসনে রদবদল : আইনমন্ত্রী

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা সুপ্রিম কোর্ট প্রশাসনে শিগগিরই রদবদল করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তার খাসকামরায় দীর্ঘ বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। আনিসুল হক বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রশাসনে কিছু রদবদল করবেন। তিনি এ বিষয়টি আমাকে অবহিত করেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগের বিষয়টি (বৃহস্পতিবার) সুরাহা হতে পারে, গেজেট প্রকাশ হতে পারে।’

এসময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ছুটির বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি আজই ঢাকায় ফিরবেন। তারপর এ বিষয়ে তিনি সিন্ধান্ত নেবেন।

বিচারকদের শৃঙ্খলাবিধির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে যে আলাপ-আলোচনা হয়েছে তাতে আগামী নির্ধারিত তারিখে শুনানির আগেই বিষয়টি সুরাহা হবে।’

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব নেওয়ার পর গত ৫ অক্টোবর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন আইনমন্ত্রী।