শেষ মুহূর্তেও কমলাপুরে ভিড়, শিডিউল বিপর্যয়

পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদের ছুটি কাটাতে এরই মধ্যে রাজধানী ছেড়েছেন অন্তত কয়েক লাখ ঘরমুখো মানুষ। তাতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। তবে রোববারও সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল।সরেজমিনে স্টেশন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্লাটফর্মে নিজ নিজ গন্তব্যের ট্রেনের অপেক্ষা করছেন শতশত যাত্রী। কোনো ট্রেন প্লাটফর্মে আসা মাত্রই তা মুহূর্তের মধ্যে ভরে যাচ্ছে। সিট না পেয়ে স্টেশন ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনের ছাদেও ভিড় জমাচ্ছেন যাত্রীরা। ঝুঁকি উপেক্ষা করে ট্রেনের বগির মাঝের অংশে বসেও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন কেউ কেউ।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, শেষ মূহুর্তে হঠাৎ যাত্রীদের চাপ বেড়ে গেছে। আন্ত:নগর ট্রেনগুলো অধিকাংশই গতকাল বিকালে ও রাতে ছেড়ে গেছে। তাই এখন যাত্রীদের শেষ ভরসা ডেমু ও কমিউটার বা লোকাল ট্রেনগুলো।

দিনাজপুরের যাত্রী পারভেজ বলেন, শেষ মূহুর্তে যাত্রীদের একটা বাড়তি চাপ থাকায় ট্রেনে উঠতে একটু বেগ তো পেতেই হয়েছে। তবে মহাসড়কগুলোতে যে অবস্থা তাতে কষ্ট করে ট্রেনে দাঁড়িয়ে বাড়ি ফেরাটাও আমার কাছে ভাল মনে হয়। প্রতিবারই পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করি। তাই একটু কষ্ট হলেও সেটাকে কষ্ট মনে হয়না।

স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে অধিকাংশ ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। তবে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের তিস্তা একপ্রেস, নীলসাগর, এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে।
অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু, ঢাকা-খুলনা রুটের সুন্দরবন, ঢাকা সিলেটের পারাবত, ঢাকা চট্টগ্রামের সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে গেছে যথাসময়ে।

এদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা ১২টায়ও সেটি কমলাপুরে আসেনি। গত শুক্রবার রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে। শনিবারও পাঁচ ঘণ্টা দেরিতে যাত্রা করে রংপুর এক্সপ্রেস।

টানা তিনদিন রংপুর এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ের কারণ জানতে চাইলে ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার রংপুর এক্সপ্রেস কমলাপুর থেকে দেরিতে ছেড়ে গেছে। তাই শনিবার ঢাকায় ফিরতেও দেরি হয়েছে। সম্ভাব্য সময় ১২টা ৪০ মিনিট হলেও দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

তিনি বলেন, রোববারও রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকায় ঢুকতে পারে। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। সারা দিনে ৬০টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাবে।খবর পরিবর্তন-এর সৌজন্যে প্রকাশিত।