সন্তান, মা, ভাই হারানোর যে রোহিঙ্গা গল্পের শেষ নেই

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা এখনও আশ্রয় নিচ্ছেন বিভিন্ন ক্যাম্পে। তেমনই একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন হাসিনা বেগম। পরিবারের অনেককে হারিয়ে ছোট্ট ছেলেকে নিয়ে আজ তিনি বাংলাদেশে।

রোহিঙ্গা নারী হাসিনা মিয়ানমারে সেনাবাহিনীর অত্যাচারের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ছোট্ট সন্তানকে জরিয়ে ধরে ১১ বছর বয়সী বড় ছেলে শামসুল আলমের কথা বলেন। হাসিনা জানান: তার মা, দুই ভাই এবং ছেলে শামসুল আলমকে মিয়ানমারে হত্যা করা হয়েছে।

নতুন করে আসা কয়েক হাজার রোহিঙ্গাদের সঙ্গে তিনিও কক্সবাজারের পালংখালী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। ঠিক এমনই অনেক গল্পে ক্রমেই ভারী হয়ে উঠছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর আকাশ-বাতাস।

তবে আশার কথা হচ্ছে, এসব রোহিঙ্গাদের সাহায্য করার জন্য এখনও যথাসাধ্য চেষ্টা করছে ইউনিসেফ। মিয়ানমারের সহিংসতার শিকার রোহিঙ্গা শিশু এবং তাদের পরিবারের জন্যে পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে ইউনিসেফ ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।