সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা ও শিক্ষক নিহত

সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক ও শিক্ষক নিহত হয়েছেন।

ডিউটি শেষে বুধহাটা থেকে আশাশুনি থানায় ফেরার পথে বৃহস্পতিবার সকালে চাপড়া এলাকায় সহকারি উপ-পরিদর্শক ও দুপুরে শহরের সঙ্গীতা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত হন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, সহকারি উপ-পরিদর্শক শাহ জামাল রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। চাঁপড়া এলাকায় পৌছে রাস্তায় দাড়িয়ে থাকা বাঁশের ট্রাকে পেছন থেকে ধাক্কা লেগে বাঁশ ঢুকে যায় সহকারি উপ-পরিদর্শক শাহ জামালের পেটে। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাক চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
নিহত শাহ জামালের বাড়ি যশোরের শার্শায়।

এদিকে, সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সাতক্ষীরা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন সদর উপজেলার কাথন্ডা আলিয়া মাদ্রাসার শিক্ষক রইচউদ্দীন। সঙ্গীতা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেয়ায় পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।