সার্চে মোদির আপত্তিকর ছবি, গুগলের বিরুদ্ধে মামলা

এবার মামলা গুগলের বিরুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম্মান করা হয়েছে, এমন সার্চ রেজাল্ট-এর জন্য মামলা করা হয়েছে। উত্তরপ্রদেশের সাহাজাহানপুরে অভিযোগ দায়ের করেছেন জৈনক আইনজীবী নন্দ কিশোর।

অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ২০১৫ সালে দেশের খবর সম্পর্কে গুগল-সার্চ করা সময় একটি লিস্টে প্রধানমন্ত্রী মোদির সম্পর্কে কুরুচিকর লেখা দেখতে পান ওই আইনজীবী। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে খারাপ মন্তব্যে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন নন্দ কিশোর।

ভারতীয় আইটি আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও মামলা-এর কোনও কপি হাতে আসেনি বলে পিটিআই-কে জানিয়েছেন গুগল ইন্ডিয়া’র মুখপাত্র। প্রসঙ্গত, ২০১৫ সালেই ‘ভারতের সেরা ১০ অপরাধী’র সার্চ-রেজাল্টে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার হয়। এই ঘটনার জন্য পরে ক্ষমা চায় গুগল।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সম্পর্কে কুরুচিকর পোস্ট শেয়ার করার জন্য কর্নাটকের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন।