সিনেটে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ট্রাম্পের পুত্র-জামাতা

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়ার সঙ্গে গোপন যোগশাজশের বিষয়ে মার্কিন সিনেটে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, জামাতা জারেড কুশনার এবং ট্রাম্পের নির্বাচনী শিবিরের প্রধান পল মানাফোর্ট।

আগামী ২৬ জুলাই সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্যদের প্রশ্নের উত্তর দিতে হবে এ তিনজনকে। আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ছেলে রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে গোপন বৈঠক করেন বলে খবর ফাঁস হয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ওই রুশ আইনজীবীর হিলারি সম্পর্কে এমন কিছু তথ্য ছিল যা নিতে ওই বৈঠকে অংশ নেন ট্রাম্প জুনিয়র। বৈঠকের কথা স্বীকার করলেও গোপন তথ্য পাওয়ার বিষয়টি ট্রাম্পের ছেলে এখনো স্বীকার করেননি।