সিরাজগঞ্জে মহাসড়কের বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছন আরও পাঁচজন।

বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার ধামগাড়া গ্রামের মৃত কিয়ামত উল্লাহ মণ্ডলের ছেলে সোলেমান হোসেন (৬৫), লিলি আকতার (৩৫) ও সাগর হোসেন (১২)।

আহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সবুজ (১৮) ও মনসুর রহমান (৩০)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আজ বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন হারুনর রশীদ। তাকে আনতেই বগুড়ার কাহালু থেকে মাইক্রোবাসযোগে তার স্ত্রী লিলি আখতার, তার দুই সন্তান ও শ্বশুড় সোলেমান ঢাকায় যাচ্ছিলেন।

ভোরে মাইক্রোবাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।