সীতাকুন্ডে পাহাড় ধসে নিহত ৫ মরদেহ নোয়াখালীর গ্রামের বাড়িতে দাফন

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : চট্রগ্রামের সীতাকুন্ডে পাহাড় ধসে নিহত ৫ জনের মরদেহ নোয়াখালীতে দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময়। ভাইয়ের বাড়ীতে বেড়াতে এসে দুই সন্তানসহ ৫ স্বজন লাশ হয়ে বাড়ী ফিরলেন। শুক্রবার সন্ধ্যায় নিহতদের মরদেহ সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচারা গ্রামের বাড়িতে এসে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ফাতেমার স্বামী রফিক জানান, গত ৮ বছর আগে স্ত্রীকে নিয়ে জীবন জিবীকার জন্য তারা সিতাকুন্ডে যান। সেখানে রফিক রিক্রা চালাতেন স্ত্রী গার্মেন্টেসে চাকুরী করতেন। তিন সন্তান নিয়ে তাদের সংসার কোন রকম চলছে। সম্প্রতি ভাই গিয়াস উদ্দিন ও বোন রাবেয়া দুই সন্তানকে নিয়ে তাদের কাছে বেড়াতে আসে। শুক্রবার গভীর রাতে পাহাড় দসে স্ত্রী ফাতেমা ও বোনসহ একই পরিবারের ৫ জন মারা যায়। এসময় রফিক তার দুই মেয়ে সালমা, জান্নাত ও ভাই গিয়াস উদ্দিন প্রাণে বেচে যান। নিহতরা সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা ও তার ছেলে মো. ইউনূস। রফিকের বোন রাবেয়া এবং তার দুই মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২)। শুক্রবার দিবাগদ রাত সাড়ে ১১টার সময় উভয়ের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে (চরাঞ্চলের পৃথক স্থানে) নিহতদের দাফন সম্পন্ন করা হয়। আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার বকসী জানান পাহাড় ধসে নিহত ৫ জনের মরদেহ রাতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহতের পরিবার ও সন্তানদের আর্থিক সহযোগীতা প্রদানের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবী জানান।