সেনবাগে অস্ত্রসহ আটক ৯ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। সোমবার (১৯ জুন) দুপুরে জেলা জজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলায় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুমন হোসেন (১৮), একই উপজেলার সফিকুল ইসলাম সবুজ (৩৫), মো. ইউসুফ (৩৫), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মো. আইয়ুব (২০), বি-বাড়ীয়ার জেলার কসবা উপজেলার মামুন হোসেন (১৮), একই জেলার আখাউড়া উপজেলার মাসুম খাঁ (১৮), মো. তারেক (২৫), মো. মাসুম মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কামাল হোসেন (২২)। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বীজবাগ ইউনিয়নের ইয়ারপুর বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।