সৌদিতে ফোনালাপে ব্যস্ত নারী চালক, ভিডিও ভাইরাল

সৌদি আরবে গত মাসে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা মানবাধিকার সংগঠনগুলো এবং সে দেশের নারীরা এতে উচ্ছ্বাস প্রকাশ করে।

কিন্তু নারীরা গাড়ি চালানো শুরুর কয়েক দিনের মাথায় এক সড়ক দুর্ঘটনার পর থেকেই নারীদের গাড়ি চালানোর বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে থাকে।

এবার ক্রসিংয়ে আটকা পড়া এক নারী গাড়ি চালকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা ভাইরাল হয়ে গেছে। ওই নারী গাড়িতে চালকের আসনে বসে মোবাইলে কথা বলছিলেন। সে সময় তিনি গাড়ির স্টিয়ারিং পর্যন্ত ছেড়ে দিয়ে রেখেছিলেন।

পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি সেই ভিডিও ধারণ করেছেন। চিত্রগ্রাহক ওই নারী চালকের গাড়ির চারপাশে ঘুরে ঘুরে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন। গড়ির নম্বর প্লেটও দেখা যায় ভিডিওতে।

বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে গাড়ির জানালার গ্লাস তুলে দেন চালক। একপর্যায়ে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরে চলে যান।

চলে যাওয়ার সময় জানালা দিয়ে হাত বাড়িয়ে মোবাইলে দৃশ্যধারণকারীকে কিছু বলতে দেখা যায়। অবাচনিক ইঙ্গিতে বোঝা যায়, ভিডিও ধারণকারীর উপর বেজায় চটেছেন তিনি।

সূত্র : খালিজ টাইমস