সৌদির কালো তালিকায় কাতারের আরো ব্যক্তি-প্রতিষ্ঠান

সৌদি আরব ও তার মিত্রদেশের সন্ত্রাসী তালিকায় কতারের সাথে সম্পর্কিত আরো বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম যুক্ত করা হয়েছে। কাতার, ইয়েমেন, লিবিয়াকে সহায়তা করছে এমন দাতব্য প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

গত জুনে সন্ত্রাসকে মমদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও তার মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং মিসর। এর পর দেশগুলো কাতারের সঙ্গে স্থল ও জল পথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই সাথে কাতারের বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে। এবং ১৪টি শর্তজুড়ে দেয় কাতারকে তার মধ্যে আলজাজিরা বন্ধের কথা এবং ইরানের সঙ্গে সম্পর্ক শিথিলের কথা বলা হয়। তবে এ সব দাবি মানতে নারাজি জানায় কাতার। পরে অবশ্য আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসেছে সৌদি আরব।

দেশগুলোর তরফ থেকে আরো ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকায় রাখা হয়েছে। সেগুলো হলো-

  • আল-বালাগ চ্যারিটি ফাউন্ডেশন (ইয়েমেন)
  • ইহসান চ্যারিটেবল সোসাইটি (ইয়েমেন)
  • রাহমা চ্যারিটেবল অরগ্যানাইজেশন (ইয়েমেন)
  • বেনগাজি রিভোল্যুশনারিস শূরা কাউন্সিল (লিবিয়া)
  • আল-সারায়া মিডিয়া সেন্টার (লিবিয়া)
  • বোশরা নিউজ এজেন্সি (লিবিয়া)
  • রাফাল্লাহ সাহাতি ব্রিগেড (লিবিয়া)
  • নাবা টিভি (লিবিয়া)
  • তানাসুহ ফাউন্ডেশন ফর দাওয়া, কালচার অ্যান্ড মিডিয়া (লিবিয়া)

যে নয় ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তারা হলেন:

  •  খালিদ সায়েদ আল-বাউনেইন (কাতারের নাগরিক)
  • শাকের জুম্মাহ আল-শাহওয়ানি (কাতারের নাগরিক)
  • সালেহ বিন আহমেদ আল ঘানিম (কাতারের নাগরিক)
  • হামিদ হামাদ হামিদ আল-আলি (কুয়েতের নাগরিক)
  • আবদুল্লাহ মোহাম্মেদ আল-ইয়াজিদি (ইয়েমেনের নাগরিক)
  • আহমেদ আলি আহমেদ বারাউদ (ইয়েমেনের নাগরিক)
  • মোহাম্মেদ বাকের আল-দাবা (ইয়েমেনের নাগরিক)
  • আল-সাদি আবদুল্লাহ ইব্রাহিম বুখাজেম (লিবিয়ার নাগরিক)
  • আহমেদ আব্দ আল- জাবেল আল-হাসনায়ি (লিবিয়ার নাগরিক)

এই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাতারের সম্পর্ক রয়েছে। তিনজন কাতারি এবং একজন কুয়েতিসহ বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান সিরিয়ায় আল নুসরা ফ্রন্ট এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য ফান্ড গঠন করে অর্থ সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ এনে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করল সৌদি এবং এর মিত্র দেশগুলো।