সৌদি জোটের নতুন নিষেধাজ্ঞায় কাতারের বিস্ময়

সৌদি জোটের দেয়া নতুন নিষেধাজ্ঞা তালিকায় বিস্ময় প্রকাশ করেছে কাতার। দেশটি এ তালিকাকে ‘হতাশাজনক চমক’ বলে অভিহিত করেছে।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের যোগাযোগ পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল থানি একথা বলেন। খবর আল জাজিরার।

সৌদি নেতৃত্বাধীন জোট আগের নিষোধাজ্ঞা তালিকায় নতুন করে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করেছে।

এর মধ্যে ইয়েমেন ও লিবিয়ার ৯টি এবং কাতারের ৯টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সৌদি জোটের বক্তব্য এ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সন্ত্রাসী অর্থায়নের যোগসূত্র রয়েছে।

গত ৫ জুন সৌদি আরব, আরব আমিরাত, মিশর ও বাইরাইন কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে। তাদের অভিযোগ কাতার ওই অঞ্চলে সন্ত্রাসবাদে মদদ ও অর্থায়ন করছে। তবে কাতার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এসময় ৭১টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে ওই জোট।